স্বামীর ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, November 30, 2019

স্বামীর ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

মৃত গৃহবধু টুম্পা

অনলাইন ডেস্ক: রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আহত কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে তার স্বামী সাফখাত হাসান রবিন প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুম্পা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
টুম্পার ছোটোবোন আয়শা আক্তার জানান, তারা কুড়িল চৌরাস্তা এলাকায় বসবাস করে। ঐ এলাকার সাফখাত হাসান রবিনের সঙ্গে টুম্পার প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে রবিন টুম্পাকে বিয়ে করেন। বিয়ের পর টুম্পা রবিনদের বাসায় থাকা শুরু করে। রবিন মাদকাসক্ত।

প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।  গতকাল টুম্পাই বাবা-মাকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে পিছন থেকে টুম্পার পিঠে রবিন ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages