আশুলিয়া প্রতিনিধি: পোষক কারখানায় কর্মরত শ্রমিকদের মারধর ও শ্রমিকনেতা মিজানের উপর অর্তকিত হামলার প্রতিবাদে আশুলিয়ার জামগড়া ভুইয়াপাড়া এলাকার বেঙ্গল প্লাজার হোয়াইট সোয়েটার লিমিটেড কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক রা কাজ বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করছে ।
এ সময় তারা বেঙ্গল প্লাজার হোয়াইট সোয়েটার গতকাল রাতে শ্রমিকনেতা মিজানের উপর মালিকের অর্তকিত হামলা ও কারখানায় শ্রম আইন লংঘন করে শ্রমিকদের মারধর এবং যখন তখন যাকে তাকে খুশি বের করে দেয়ার প্রতিবাদে তারা আজ সবাই সমাবেত হয়।
জানা যায়, আশুলিয়ার জামগড়া ভুইয়াপাড়া এলাকার বেঙ্গল প্লাজার হোয়াইট সোয়েটার লিমিটেড কারখানার তিন শ্রমিককে অবৈধ ও অন্যায়ভাবে বেধরক মারধর করে কারখানা থেকে বের করে দেয় মালিকপক্ষ।
শ্রমিকরা বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানের কাছে অভিযোগ করলে সন্ধ্যায় ওই কারখানার সামনে গিয়ে অভিযুক্ত রিপনের সাথে কথা চলাকালিন সময় হঠাৎ উক্ত কারখানার মালিক বকুল ভুঁইয়া ও আলম ভুইয়া কারখানার সামনে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি বর্তমানে সাভার উপজেলা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে এ ঘটনায় কারখানার মালিক বকুল ভুঁইয়া ও রিপন কে অাটক করেছে পুলিশ