পরিবহন ধর্মঘটের প্রভাব পড়ছে সাভার ও আশুলিয়ার মহাসড়কে - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, November 20, 2019

পরিবহন ধর্মঘটের প্রভাব পড়ছে সাভার ও আশুলিয়ার মহাসড়কে

ছবিটা আজ সকালে আশুলিয়ার বাইপাইল থেকে তোলা

মাসুদ রানা : দেশে পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার বিভিন্ন মহাসড়ক গুলোতে ।
বুধবার সকাল থেকেই যাত্রীবাহী বাস ও ট্রাক-পিকআপ ভ্যানে চলাচল তেমন একটা নজরে পড়েনি। ফলে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে ।
এ সময় বিভিন্ন পোষাক কারখানায় কর্মরত শ্রমিকরার মহাসড়কে বাস না চলাচল করায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে কথা জানান।
তবে আঞ্চলিক সড়কের বাস চলাচল করলেও পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ছে।
 সাভার বাসস্টান হেমায়েতপুর, আশুলিয়ার শ্রীপুর, বাইপাইল,সহ কয়েকটি স্থানে শ্রমিকরা যানবাহন চলাচলে বাধা দিতে দেখা যায়।
এ সময় ট্রাক শ্রমিকরাও বিভিন্ন স্থানে বাস চলাচলে বাধা দিচ্ছে। বাস শ্রমিকরাও সড়ক আইনের বিরোধিতা করছেন, তারা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।
অভিযোগ উঠেছে যাত্রী নিয়ে ঢাকা আসার পথে ট্রাক শ্রমিকরা বাসের হেলপার, চালকদের মারধর করছে এবং গাড়ি আটকে রাখছে।
আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর বাসগুলো আর ফেরত আসছে না।
তিনি আরো বলেন, “গত তিনদিন ধরে এই অবস্থা। এখান থেকে গিয়ে ওইপার থেকে আর গাড়ি ছাড়ে না। টুকটাক গাড়ি যাচ্ছে, যাত্রীরাও ভয়ে আসছে না।
আবার গাড়ি ছেড়ে গেলেও বিভিন্ন জায়গায় ব্যারিকেডে পড়ছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages