নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলার সাভার মডেল থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়েছে। জেলার মধ্যে সাভারকে মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে মিলব্যারাক পুলিশ লাইনের শিলনায়তনে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। পরে তিনি শ্রেষ্ঠ ওসি এএফএম সায়েদকে পুরস্কারটি তুলে দেন।
মাসিক কল্যাণ ও অপরাধ সভায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো: শরিফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোউন্নতি প্রাপ্ত)। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-দক্ষিণ) মো: মাসুম ভূইয়া (পুলিশ সুপার পদে পদোউন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ- উত্তর)মো: সাইদুর রহমানসহ সিনিয়র পুলিশ সদস্যরা।