ডিআরইউ'র নির্বাচনে সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধাঃ সম্পাদক রিয়াজ চৌধুরী - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, November 30, 2019

ডিআরইউ'র নির্বাচনে সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধাঃ সম্পাদক রিয়াজ চৌধুরী


নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)'র সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ চৌধুরী।
ডিআরইউ'র সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শেষে শনিবার রাতে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি নজরুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আখতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এদের মধ্যে জিয়াউল হক সবুজ, রীতা নাহার, এইচ এম আখতার, খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকারী সদস্য মইনুল আহসান, এস এম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, ইমরান হাসান মজুমদার, ইমরাদ হোসেন ও সায়ীদ আব্দুল মালিক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages