একটি লাশ আনতে গিয়ে ৬জন লাশ হলেন - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, December 1, 2019

একটি লাশ আনতে গিয়ে ৬জন লাশ হলেন

দূর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সটি। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক: নেপালে একটি মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুল্যান্সের ড্রাইভারসহ প্রাণ হারালেন আরও ৬ জন। নেপালের সানসারি জেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ওই দূর্ঘটনায় ড্রাইভার ছাড়াও প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা মৃত ব্যক্তির দুই পুত্র ও তিনজন নিকটাত্মীয়। এ ঘটনায় ট্রাকের ড্রাইভারও গুরুতর আহত হয়েছেন। খবর হিমালয়া টাইমসের।
নেপালের বিরাটনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান শিব মায়া নামের এক ব্যাক্তি। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে উদয়পুর জেলার গাইঘাট শহরে নিজ বাড়িতে ফিরে আসছিলেন তার নিকটাত্মীয়রা। এদের মধ্যে শিব মায়ার দুই পুত্রও ছিলেন।
উদয়পুর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট বীর বাহাদুর বুদ্ধ জানান, হরিপুর হাইওয়ের কাছে বিরগঞ্জে এসে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এতে অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৫ জন যাত্রীর সকলে মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকের ড্রাইভার গুরতর আহত হয়েছেন। একটি সরকারি একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages