দলে কোন দূষিত রক্ত রাখবো না: ওবায়দুল কাদের - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, December 11, 2019

দলে কোন দূষিত রক্ত রাখবো না: ওবায়দুল কাদের


হবিগঞ্জ প্রতিনিধি: শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে আমরা সফল করবো। আওয়ামী লীগকে ক্লীন ইমেজের পার্টি হিসেবে দলে দূষিত রক্ত রাখবো না। পার্টিতে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করবো। আজ দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় এসে হিন্দুসহ মাইনরিটিদের উপর যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তা কেবল ৭১ এর বর্বরতার সাথে তুলনীয়। বাংলাদেশে একমাত্র মাইনরিটি বান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের সংখ্যালঘুরা এখন অনেক শান্তিতে আছে। শেখ হাসিনাই মাইনরিটিদের সবচেয়ে আপন জন।
সম্মেলর উপলক্ষ্যে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলবেধে শহরের নিমতলায় জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১২টায় সভাস্থলে উপস্থিত হন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বিকেলে কাউন্সিলে এমপি অ্যাডভোকেট আবু জাহিরকে সভাপতি ও অ্যাডভোকেট আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০১৩ সালের ২৫ জুন জেলা আওয়ামী লীগের সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages