রাজাকারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, December 18, 2019

রাজাকারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক: রাজাকার, আলবদর, আলশামস এদের কোনো তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘রাজাকার, আলবদর, আলশামস বা মুক্তিযোদ্ধাদের কোনো বিষয় নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে না। এটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাজ।’
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারদের তালিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বলেন। মন্ত্রী জানান, তারা (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়) আমাদের কাছে তথ্য চেয়েছিল, আমরা ১৯৭২-১৯৭৪ সালে দালাল আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলায় যাদের নাম ছিল, সেই তালিকা দিয়েছি। মূলকথা আমাদের কাছে যা ছিল আমরা তাই দিয়ে দিয়েছি। তাতে কোনো রাজাকার, আলবদর, আলশামস সদস্যদের নাম ছিল না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটি যেহেতু কোনো রাজাকার, আলবদর, আলশামসের তালিকা নয়; দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। আমরা ৯৯৬ জনের নাম নোট করে পাঠিয়ে দিয়েছি। যদিও তারা ওই দালাল আইনে দায়ের হওয়া মামলার বাদী-বিবাদী নয়।’
উল্লেখ্য, গত রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে রাজাকারের তালিকা বলে উল্লেখ করে। ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। বিষয়টি প্রকাশের পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর দুই মন্ত্রণালয় একে অপরের দিকে আঙুল তোলা শুরু করে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages