![]() |
প্রতিকি ছবি |
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আবুল হাশেম (২৫) নামে গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন মারা গেছে।
মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ হাশেমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে ভর্তি করা হয়। ওই দিন রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। নিহত হাশেম নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের কালাইয়েরচর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ ও নারায়ণপুর ৫নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে আবুল হাশেমসহ ৪-৫ জনের একটি দল গরু আনতে যায়। এ সময় তারা আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাবপিলার ৮এস/অস্থায়ী সাতটি পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী এলাকায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। ভারতীয় ৪১ বিএসএফ মন্ত্রিরচর বিওপির জওয়ানরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় আবুল হাশেম মাথার পাশে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আবুল হাশেমকে তার সঙ্গীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে প্রথমে গোপনে চিকিৎসার ব্যবস্থা করে।
পরে অবস্থার অবনতি হলে তাকে বিকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মরদেহ নাগেশ্বরীতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ জানান, রংপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।