কুমিল্লা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, December 19, 2019

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি


নিজস্ব সংবাদদাতা:  কর্মদক্ষতায় সেরা হিসেবে  কুমিল্লা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন ১নং বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি।
বৃহস্পতিবার দুপুরে (১৯ ডিসেম্বর) কুমিল্লার স্থানীয় সরকার সরকার,পল্লী উন্নয়ন (এলজিআরডি) ১৯২জন চেয়ারম্যানের কর্মদক্ষতা যাচাই বাছাই এ ঘোষনা দেন। 
 টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে তিনি বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারমান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। 
তিনি অত্র ইউনিয়নের বাইশগাঁও গ্রামের উত্তরকুল এলাকার মৃত আলী আকবর পাটোয়ারির ছোট ছেলে।
আলমগীর হোসেন বিএসসি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তার এলাবাসী আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে এই প্রতিবেদক কে জানান, আমাদের চেয়ারম্যান সত্যিই একজন ভাল মানুষ। তিনি কাজের প্রতি  প্রতি অত্যান্ত নিষ্ঠবান । আমরা মনে করি তিনি তার যোগ্য সম্মান পেয়েছেন। তার অর্জনে আমরা গর্বিত। 
এ প্রসঙ্গে চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি জানান, প্রকৃত কাজের মূল্যায়ন হলে মানুষের কাজের কর্ম স্পৃহা আরো বৃদ্ধি পায়। আমি আমার উপর দায়িত্ব সঠিকভাবে পালনেরর চেষ্টা করছি আর তাই মূল্যায়িত হয়েছি। আমি বিশ্বাস করি আমার আজকের এ অর্জনটুকু আমার একার নয়, এ অর্জন আমার গোটা বাইশগাঁও ইউনিয়নের সকল জনগনের।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages