কারাগারে ১০ হাজার বন্দির মানবপতাকা - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, December 17, 2019

কারাগারে ১০ হাজার বন্দির মানবপতাকা


অনলাইন ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কারা অধিদফতরের উদ্যোগে দেশের সব কারাগারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি  বন্দিদের জন্য ছিল বিশেষ খাবার ব্যবস্থা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সবচেয়ে বড় আয়োজন করা হয়। এতে প্রায় প্রায় ১০ হাজার বন্দির অংশগ্রহণে মানবপতাকা প্রদর্শন করা হয়। পাশাপাশি বন্দিদের কণ্ঠে দেশাত্ববোধক, লালন, পল্লী গীতি সুরের মূর্ছনায় আলোকিত হয় কারাগারের মাঠ।
সোমবার (১৬ ডিসেম্বর) কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বিজয়ের দিনে বন্দিদের জন্য বিশেষ খাবার পরিবশেন করে কারা কর্তৃপক্ষ। সকালে- পায়েস, মুড়ি ও মিষ্টি দেয়া হয়। দুপুরে- পোলাও, গরু ও মুরগির মাংস, সালাদ দেয়া হয়। এছাড়াও স্বজনদের ঘরে তৈরি খাবার দেয়ার অনুমতি দেয়া হয়। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা সূত্র বলেছে, বিজয়ের ৪৮ বার্ষিকী পালনে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে কারা অধিদফতর এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে বিজয় উল্লাসে আনন্দে উদ্বেলিত হন কারা কর্তৃপক্ষ ও বন্দিরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কারারক্ষী ও বন্দিরা সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল। বন্দিদের জন্য বিশেষ খাবার আয়োজন করা হয়েছে। স্বজনদের পাঠানো খাবারও তাদের দেয়া হয়েছে।
কারাগারের জেলার মোহাম্মদ মাহাবুবুল ইসলাম জানান, কেরানীগঞ্জে ঢাকা কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছেন। তাদের সবাইকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অপরদিকে কাশিমপুর হাইসিকিউরিটি ও জেলা কারাগারেও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান বলেন, বিজয় দিবস উপলক্ষে আমরা কারাগারে বন্দিদের নিয়ে ১৫ ওভারের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। বন্দিরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে দলের হয়ে অংশ নিয়েছেন। তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ছিল। এছাড়াও দেশের জেলা ও বিভাগীয় কারাগারেও ছিল বিশেষ আয়োজন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages