নিজস্ব প্রতিনিধি: ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুই সিটিতে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি।
রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনীত কাউন্সিলর প্রার্থীরা হলেন-
ওয়ার্ড অনুযায়ী তালিকা দেয়া হয়েছে- ১. মো. আফসার উদ্দিন ২. কদম আলী ৩. জিন্নাত আলী ৪. জামান মোস্তফা ৫. আব্দুর রউফ ৬. ৭. তোফাজ্জেল ৮. আবু কাসেম ৯. মুজিব সরোয়ার ১০. আবু তাহের ১১. আব্দুল মান্নান ১২. মুরাদ হোসেন ১৩. হারুনরি রশিদ ১৪. মইনদ্দিন ১৫. মতিউর রহমান ১৬. ইসহাক ১৭. জাকির ১৯. মফিজ ২০. জাহিদুর রহমান ২১. মাসুম ২২. লিয়াকত ২৩. সাখাওয়াত ২৪. সফিউল্লাহ ২৫. মন্জু ২৬. শামীম ২৭. ২৮. ফোরকান ২৯. রতন ৩০. হাসু ৩১. ডেইজি ৩২. হাসানুল ইসলাম ৩৩. হাসিব আহমেদ ৩৪. ৩৫. সরদার ৩৬. তৈমুর ৩৭. জাহাঙ্গীর ৩৮. সেলিম ৪০. নজরুল ৪১. মতিন ৪২. জাহাঙ্গীর ৪৩. শরিফুল ইসলাম ৪৪. শফিক ৪৫. জয়নাল ৪৬. ছাইদুর রহমান ৪৭. মোতালেব মিয়া ৪৮. মাসুদ ৫০. শামীম ৫১. ৫২. ফরিদ ৫৪. জাহাঙ্গীর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনীত কাউন্সিলর প্রার্থীরা হলেন-ওয়ার্ড অনুযায়ী তালিকা দেয়া হলো: ১. মাহবুব ২. আনিস ৩. মাসুদ ৪. জাহাঙ্গীর ৫. আশরাফুল ৬. সিরাজুল ৭. আসিফ ৮. গনি ৯. হক ১০. নসু ১১. শামীম ১২. মামুনুর রশীদ শুভ্র ১৩. হক ১৪. ইলিয়াসুর রহমান ১৫. ১৬. নজরুল ১৭ মাহবুবুবর রহমান ১৮ ফেরেদৌস আলম ১৯ আবুল বাসার ২০ ফরিদ উদ্দিন ২১ আসাদুজ্জামান ২২ জিন্না ২৩ মকবুল হোসেন ২৬ হাসিবুর রহমান ২৭ ওমর বিন আব্দুর আজিজ ২৮ সালেহিন ২৯ বাবুল ৩০ হাসান ৩১ আলমগীর ৩২ মান্নান ৩৩ ইলিয়াস ৩৪ সমীর ৩৫ আবু সাইদ ৩৬ রঞ্জন বিশ্বাসন ৩৭ আব্দুর রহমান ৩৮ মান্নাফি ৩৯ রোকন ৪০ আজাদ ৪১ সরোয়া্র হাসান ৪২ সেলিম ৪৩ আরিফ হোসেন ৪৪ নিজাম উদ্দিন ৪৫ হেলেন আক্তার ৪৬ শহিদুল্লাহ ৪৮ আবুল কালাম ৪৯ আবুল কালাম আজাদ ৫০ মাসুম মোল্লা ৫১ কাজী হাবিবুর রহমান ৫৩ নূর হোসেন ৫৪ মাসুদ ৫৬ হোসেন ৫৭ সাইদুল ইসলাম ৫৮ সফিকুর রহমান ৫৯ আকাশ কুমার ৬০ লৎফর রহমান ৬১ সাহে আলম ৬২ মোস্তাক ৬৩ ইসলাম খান ৬৫ সামছুদ্দিন ভূইয়া ৬৬ হানিফ তালকুদার ৬৭ ফিরোজ আলম ৭২ শামীম ৭৩ শফিকুল ইসলাম ৭৫ সৈয়দ মো. তোফাজ্জেল হোসেন।