আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ার জামগড়া সংলগ্ন দাইমুদ্দিন মাদবর মডেল হাই স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দাইমুদ্দিন মাদবর মডেল হাই স্কুলের অভ্যান্তরে উক্ত স্কুলের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ধামসোনা আ.লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোস্তাক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এ সময় উপস্থিত অভিভাবকবৃন্দ অত্র স্কুলে শিক্ষা মান উন্নয়নে নানামুখি কর্মকান্ডের ব্যাপারে খোলামেলা আলোচনা করেন। পরে আগত অভিভাবকদের উদেশ্যে প্রধান অতিথি বলেন, এই বিদ্যালয়ের উন্নয়নে অতিতেও আমি সাহায্যে সহযোগিতা করেছি আগামীতে এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ্, তিনি শিক্ষকদের বলেন, আপনারা সব সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপশি নৈতিকতা শিক্ষা দিবেন যাতে করে আগামীদিনে তারা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ সময় অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক গণ অত্র বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে এক্যবদ্ধ্য ভাবে কাজ করবেন বলে অঙ্গিকার প্রদান করেন। পরে আগত অতিথিদের স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম।