নোয়াখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Friday, December 27, 2019

নোয়াখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত



নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোখলেছুর রহমান সুবিল্লা (৩৯) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের বদ্ধ বাড়ির কাঁচা রাস্তার উপর এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, ৩ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোখলেছুর রহমান সুবিল্লা বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে। তিনি ১১ মামলার আসামি ছিলেন বলে জানা গেছে। 
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ জানান, পুলিশ রাত্রিকালীন রণপাহারা দেওয়ার সময় একটি ডাকাত দল পুলিশের মুখোমুখি হয়ে যায়। পরে প্রথমে পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা ১৭ রাউন্ড গুলি চালালে ডাকাত সুবিল্লা ঘটনাস্থলে নিহত হন।।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages