কাশিমপুরে অপহরণের ১৩ দিন পর ভিকটিম উদ্ধার, অপহরনকারী আটক - Meghna News 24bd

সর্বশেষ


Monday, December 9, 2019

কাশিমপুরে অপহরণের ১৩ দিন পর ভিকটিম উদ্ধার, অপহরনকারী আটক


গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মোজারমিল হাজী দুদু দেওয়ান মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে মোসাঃ মিলি খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী
গত ২৫ শে নভেম্বর  সকাল অনুমানিক ১০.৩০টার সময় অপহৃত হয়। মিলি অত্র থানার তেতুইবাড়ী আবু বক্কর সিদ্দিকী এর বাড়ীর ভাড়াটিয়া এবং মোঃ নুরুল ইসলাম এর মেয়ে। এ বিষয়ে গত ২রা ডিসেম্বর ২০১৯ তারিখ মিলির বাবা নুরুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ  আকবর আলী খানের নির্দেশনায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/সাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ  সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন একঢালা গ্রামের পুর্নবাসনকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে (০৮ ডিসেম্বর ২০১৯ তারিখ রবিবার রাত ০৩.০০ ঘটিকার) সময় মোসাঃ মিলি খাতুন (ভিকটিম) কে উদ্ধার সহ রহিম বাদশা নামের এক অপহরণ কারীকে আটক করেন। আটককৃত অপহরণকারী মোঃ রহিম বাদশা (২০) সিরাজগঞ্জ জেলার সদর থানার ডিগ্রীপাড়া গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে। রহিম বাদশা'কে (০৯ ডিসেম্বর) সোমবার অপহরণ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages