গ্রেফতারের পর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, December 22, 2019

গ্রেফতারের পর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত



  নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রতন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত মো. রতন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহতরতনের বাড়ি উপজেলার মাহতাবপুর গ্রামে।
শনিবার দিবাগত রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, শনিবার রাতে সোনাইমুড়ির মাহতাবপুর গ্রাম অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে পুলিশ। রতনের দেয়া তথ্যমতে, তাকে সঙ্গে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের জন্য উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা রতনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। একপর্যায় রতন গুলিবিদ্ধ হন।
পরে গুলিবিদ্ধ অবস্থায় রতনকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাদক সম্রাট রতনের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৩ মামলা রয়েছে বলে জানান ওসি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages