নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ৫০তম জন্মদিন আজ।
দেশের প্রথম সারির জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চিপ-ইন- ক্রাইম রিপোটার এবং দৈনিক অন্যদিগন্ত পত্রিকার প্রধান সম্পাদক সাইদুর রহমান রিমন সাদামাটা চালচলনের অভ্যাস্থ।
এই মানুষটি অত্যান্ত শান্ত ও অমায়িক প্রকৃতির। তার অনুসন্ধানী অপরাধ মূলক সংবাদের ভক্ত দেশের গণ্ডি পেরিয়ে বহৃিবিশ্বে স্থান করে নিয়েছে।
গ্রাম থেকে শহরে তিনি একনামে পরিচিত। প্রচার বিমুখ মানুষটি সর্বদা নিজেকে আড়াল করতে ভালবাসেন।
দেশের নানা অনিয়ম দুর্ণীতির সংবাদ গুলো তার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সর্বদা তার নিউজ গুলো লিড নিউজ হিসেবে প্রকাশিত আশির দশক থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে। সংবাদকর্মীদের কাছে অত্যান্ত প্রিয় একজন মানুষ সাইদুর রহমান রিমন।
তিনি সেই ব্যাক্তি যার নিউজে সরকার প্রশাসন লড়ে চড়ে বসে। তার লিখনীর মাধ্যমে দুনীর্তিবাজদের চরিত্র স্পস্টভাবে ফুটে উঠে। অন্যায় অত্যাচার অবিচার আর দুর্ণীতর বিরুদ্ধে তার রয়েছে অসংখ্য প্রতিবেদন। নিজের জন্মদিন সম্পর্কে তার ব্যাক্তিগত ফেসবুকে তিনি তার সহকর্মী ও ভক্তদের উদ্দেশ্য লিখেছিলেন তার হুবহু তুলে ধরা হলো :-
শুভাকাঙ্খীদের ভালবাসার আশীর্বাদ বাঁচিয়ে রাখে আমায়
এখন শুধু সফলতা আর ব্যর্থতার দিন গুনি; এরমধ্যেই কখন যে জন্মদিনটা পেরিয়ে যায় তা বেশিরভাগ বছরই টের পাই না। কোনো কোনো বছর সহকর্মি, বন্ধুজনদের কেউ জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমাকে সজাগ করে দেন-এবার সে কাজটি করলেন মিরপুরের বন্ধু তুহিন ভাই। রাত ১২টা ১ মিনিটেই আমার ফোনটি বেজে উঠলো-তুহিন ভাই’র ফোন। নতুনবার্তার সম্পাদক তিনি। তুহিন ভাই যে, আমারই জন্মদিন উইশ করবেন তা ঘূর্ণাক্ষরে টের পেলেও ফোনটি এড়িয়ে যেতাম। অগত্যা বাধ্য হয়ে তার প্রতি জানাচ্ছি অনেক ভালবাসা, অনেক শুভেচ্ছা !!
শৈশব থেকেই জন্মদিন আমার কাছে আলাদা কোনো বিশেষত্ব পায়নি বটে-তবে অন্যান্য বিশেষ দিনের মতোই কোনো না কোনো অঙ্গিকার গ্রহণের দিন হিসেবে ধার্য হয়েছে। ২৬ মার্চের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমি চোখ বন্ধ করে আপনা আপনি অঙ্গিকার করি-বন্দিদশা কিংবা পরাধীনতায় আটকে থাকা মানুষজনের জন্য কিছু না কিছু রিপোর্ট করবো। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নিজে নিজেই শপথ করি-এবার মানুষকে সফলতার গল্প শোনাবো, এগিয়ে যাওয়ার সাহস সৃষ্টিমূলক প্রতিবেদন তৈরি করবো।
গত ৯ ডিসেম্বর ছিল আমার একমাত্র মেয়ে উর্মির জন্ম দিন- সেদিন অঙ্গিকার করেছি দেশের অনিশ্চিত জীবন নিয়ে বেড়ে ওঠা ছিন্নমূল শিশুদের কষ্টকান্না তুলে ধরবো দারুণ মমত্বে। তাদের নিশ্চিত আশ্রয়, সম্ভাবনার সঙ্গে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির লক্ষ্যে লিখে যাবো প্রতিনিয়ত। কিন্তু আমার জন্ম দিনটিতে কী শপথ নিতে পারি..??? কী হতে পারে আমার অঙ্গিকার? সমাজ-রাষ্ট্রের সর্বস্তরে দায়বদ্ধতা নিশ্চিতকরণে দায়িত্ব অব্যাহত রাখবো।
আসলেই সমাজ, সংগঠন, রাষ্ট্রের নানা পর্যায়ে নিঃস্বার্থবান কিছু ব্যক্তি থাকেন যারা নিজেদের অংশ গ্রহণের মধ্য দিয়েও সব মানুষের মঙ্গল কামনা করেন, সুস্থ্য সুন্দরের জন্য লড়াই করেন। তেমনই একজন হচ্ছেন দূর জনপদের প্রতিষ্ঠিত একটি আলিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপ্যাল এম. এ. মান্নান। অতিসম্প্রতি ফেসবুকে আমার পুরস্কার গ্রহণের ছবিটি স্পষ্টভাবে প্রকাশ হওয়ায় আঁতকে উঠেন তিনি। রাত সাড়ে তিনটার দিকে ম্যাসেঞ্জারে এম. এ. মান্নান যে ম্যাসেজটি পাঠিয়েছেন তা হুবুহু তুলে ধরছি: “আপনি তো প্রায় সময়ই ভুঁয়া, বাতিল বা অন্যায়কারীদৈর বিরুদ্ধেই লিখে থাকেন। অন্যায়কারীদের বিরুদ্ধে অবস্থান নিলে শারীরিকভাবে যে মুড বা ভাবের উদ্রেক হয়, ছবিতে যেন সেই মুডটাই ফুটে ওঠেছিল। তাই তো আতঙ্কিত হয়ে উঠেছি। ভাইজান, চেনা নাই, জানা নাই, আপনি রক্তেরও কেউ নন। শুধু লেখা দিয়ে আমার ও আমার বন্ধুদের কাছে এমনকি আমার পরিবারের সদস্যদের কাছে আপনি যে কতটা প্রিয়, আত্মার আত্মীয় তা বোঝাতে পারবো না। আল্লাহর নামে শপথ করে বলতে পারি ভাই-প্রতি রাতে তাহাজ্জুতের নামাজান্তে সরাসরি আপনার নামটি উল্লেখ করে আল্লাহর কাছে প্রার্থনা করি- হে আল্লাহ আমাদের হায়াত থেকে দিন, মাস, বছর কেটে নিয়ে হলেও প্রতিবাদী এ কলম যোদ্ধা রিমন ভাইকে নেক হায়াত দান করুন, সকল বিপদ থেকে তাকে অলৌকিকভাবে আপনি হেফাজত করুন। আমিন।“
এমন স্বার্থাহীন শুভাকাঙ্খীদের অকৃত্তিম ভালবাসা আমার পাথেয়, তাদের আশীর্বাদেই আমার বেঁচে থাকা। আমি তাদের স্মরণ করি গভীর কৃতজ্ঞতায়। আরো যেসব মানুষ সাহস যোগান, গভীর রাতে ছোট্ট ম্যাসেজ দিয়ে জানিয়ে দেন, ভাই চালিয়ে যান-পাশেই আছি। আর যারা আমার নিরাপত্তা ব্যূহ গড়ে তোলেন তাদের প্রতি অন্ধ ভালবাসাই থাকছে আমার।
কৃতৃিমান সাংবাদিক সাইদুর রহমান রিমনের জন্মদিনে আমারদেশের সংবাদ পরিবাবের পক্ষ থেকে রইলো প্রাণডালা শুভেচ্ছা আর অভিনন্দন।