আজহারীর মাহফিলে এসে মুসলিম হলেন কলেজ ছাত্র রনি দাস - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, December 18, 2019

আজহারীর মাহফিলে এসে মুসলিম হলেন কলেজ ছাত্র রনি দাস

 প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার ১৩তম ঐতিহাসিক তাফসিরুল কো’রআন মাহফিল লাখ লাখ ধ’র্মপ্রাণ মানুষের সমাগমে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধ’র্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবসের দিন মাদ্রাসার পাশের বিশাল মাঠে অনুষ্ঠিত এ মাহফিলের মূল আকর্ষণই ছিলেন প্রধান বক্তা শায়খ মিজানুর রহমান আজহারী। মাহফিলের আলোচনা শেষে মোনাজাতের আগমুহূর্তে পবিত্র কো’রআনকে ভালোবেসে ও ই’সলামের প্রতি আকৃষ্ট হয়ে উপস্থিত লাখ লাখ মানুষের সঙ্গে পবিত্র কালেমা পড়ে রনি কুমার দাস নামের এক হি’ন্দু যুবক নিজ ধ’র্ম ত্যাগ করে ই’সলাম ধ’র্ম গ্রহণ করেন। 
শায়খ মিজানুর রহমান আজহারী তাকে পবিত্র কালেমা পাঠ করান। স্বেচ্ছায় ধ’র্মান্তরিত হওয়া ওই যুবক ইসলাম ধ’র্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক শ্রেণির দর্শন বিভাগের ছাত্র

Post Bottom Ad

Responsive Ads Here

Pages