মোস্তাক ও জিয়ার মরণোত্তর বিচার করা হবে : তথ্য প্রতিমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Monday, December 9, 2019

মোস্তাক ও জিয়ার মরণোত্তর বিচার করা হবে : তথ্য প্রতিমন্ত্রী


পাবনা প্রতিনিধি: খুনি খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের মোস্তাক সূর্য সন্তান বলে আখ্যায়িত করেছে। জিয়া ও মোস্তাকের মরণোত্তর বিচার করে তাদের কুকীর্তি জনসম্মুখে উন্মোচন করা হবে।’
সোমবার দুপুরে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকে তোয়াক্কা না করে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যা অন্য কোন নেতার পক্ষে সম্ভব ছিল না। সাঁথিয়ার মাটিতে নিজামীর দোসররা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এসময় বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী মৌলবাদের প্রতিহত করার ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে কোন ব্যর্থতা ছিল না। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ঠিক তার মত রাষ্ট্র পরিচালনা করছেন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তাকে দাবিয়ে রাখার ক্ষমতা জামায়াত-বিএনপির নেই। প্রধানমন্ত্রী দেশে অপ্রতিরোধ্য উন্নয়ন করে যাচ্ছে। কোন অপশক্তি শেখ হাসিনার সরকারের প্রতি বাঁধা দিয়ে দাঁড়াতে পারবে না।’
প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক টুকু এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পৌর মেয়র মিরাজুল প্রাং, উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তপন হায়দার সান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাংবাদিক মানিক মিয়া রানা প্রমুখ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages