ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গুলি করে হত্যা করেছে ভাই - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, December 4, 2019

ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গুলি করে হত্যা করেছে ভাই

অনলাইন ডেস্ক : দুই ভাই বোন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ‘বন্ধু’ ছিল। তবে কিছুদিন আগে ভাইকে আনফ্রেন্ড করে দেয় বোন। সেই ঘটনার জেরে বোনকে গুলি করে হত্যা করেছে ভাই। যুক্তরাষ্ট্রে আলাস্কার অঙ্করেজে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, চলতি বছরের ২৮ নভেম্বর ঘটনাটি ঘটেছে। সন্তানকে নিয়ে বাবার বাড়ি এসেছিলেন আমান্ডা ওয়েন। এসে দেখা হয়ে যায় ভাই মোসে টনি ক্রো-র সঙ্গে। সম্প্রতি মোসে-কে ফেসবুকে আনফ্রেন্ড করেন আমান্ডা। দু’জনের দেখা হতেই শুরু হয় ফেসবুকে আনফ্রেন্ড করা নিয়ে বাক-বিতণ্ডা।ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ উঠেছে, ওই সময় পকেট থেকে রিভলবার বের করে বোনকে গুলি করে দেন মোসে। ওই সময় আমান্ডার কোলে তার সন্তান ছিল। সন্তান কোলেই মাটিতে লুটিয়ে পড়ে যান আমান্ডা। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এরই মধ্যে মোসেকে গ্রেপ্তার করেছে।মোসের পরিচিতদের কয়েকজনের দাবি, গুলি ভুল করে বের হয়ে গেছে। মোসে তার পরিবারকে খুবই ভালোবাসত। আবার পুলিশ বলছে, ফেসবুকে আনফ্রেন্ড করার জন্যই মোসে গুলি চালিয়েছিলেন বলে পরিবারেরই এক সদস্য জানিয়েছেন।আদালতে তোলা হয়েছে মোসেকে। সেখানে তিনি দাবি করেন, রিভলবার পরিষ্কার করতে গিয়ে ভুল করে গুলি বের হয়ে গেছে। মোসেকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages