নতুনতারা কবিরত্ন সম্মাননা পেলেন কবি হিলারী হিটলার আভী - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, December 21, 2019

নতুনতারা কবিরত্ন সম্মাননা পেলেন কবি হিলারী হিটলার আভী


ডেস্ক নিউজ: নতুনতারা আন্তর্জাতিক কবি ও কবিতা সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল ২০/১২/১৯ তারিখে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।
উক্ত সম্মেলনে কবি হিলারী হিটলার আভী পেলেন “নতুনতারা কবিরত্ন সম্মাননা।”
প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ হেলাল হোসেন, মাননীয় জেলা প্রশাসক, খুলনা। উদ্বোধন করেন জনাব প্রফেসর মোঃ আব্দুল মান্নান, উপদেষ্টা, নতুনতারা।
সার্বিক পরিচালনায় ছিলেন জনাব সাইফুর মিনা, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নতুনতারা।
উক্ত অনুষ্ঠানটি দু’টি অধিবেশনে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনের প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সৈয়দ আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন সোনালী সেন, আহম্মদ আলী খান, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, শাহী সবুর, জগন্নাথ রায়, নীলিমা শামীম, স.ম হাফিজুল ইসলাম, সনজয় কুমার মুখোপাধ্যায়, ডাঃ এস এম ফরিদুজ্জামান, মোঃ জুবায়ের হোসেন, শেখ মনির-উজ-জামান, শেখ আজগর হোসেন।
স্বাগত ভাষণ দেন নতুনতারার উপদেষ্টা সম্পাদক শেখ আবু আসলাম বাবু।
সভাপতিত্ব করেন আসাদুজ্জামান রানা।
দ্বিতীয় অধিবেশনের প্রধান বক্তা ছিলেন শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ প্রতিষ্ঠাতা মহাসচিব, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন, ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দা হেনা বেগম, ডাঃ গাজী মিজানুর রহমান, প্রফেসর ড. সন্দীপক মল্লিক, ফাতিহা আলী, এম.ডি মনজুরুল করিম, এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, আলহাজ্ব হোসাইন ইউফা ওয়াজেদ আররাফী নাজু, জামান মনির, মনজু খন্দকার, শরিফুল বনি, নিকুল চন্দ্র বিশ্বাস। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন শেখ মোঃ ইকবাল হোসেন।
সম্মেলনটি ছিল বেশ উপভোগ যোগ্য।
খুলনায় কবি ও কবিতা নিয়ে এ সম্মেলনটি ছিল এযাবৎ কালের মধ্যে বড় অনুষ্ঠান। উক্ত সম্মেলনে এসেছিলেন বেশ কয়েকটি দেশের কবিরা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages