আশুলিয়ায় জিয়া ড্রাগ হাউজে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, December 19, 2019

আশুলিয়ায় জিয়া ড্রাগ হাউজে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা


আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় জিয়া ড্রাগ হাউজে২ অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রির দায়ে  ৫ লাখ টাকা জরিমানা এবং ১০ লাখ টাকার ওষুধ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আনিছুর রহমান নেতৃত্বে আশুলিয়ায় ঢাকা ইপিজেড হাসেম প্লাজার সংলগ্ন মার্কেটের জিয়া ড্রাগ হাউজ-২ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‍্যাব। এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর এর ওষুধ তত্বাবধায়ক মুহিদ ইসলাম।

মুহিদ ইসলাম জানান, জিয়া ড্রাগ হাউজ-২ দীর্ঘদিন যাবত অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ ও অবৈধভাবে আমদানী করা ভারতীয় ওষুধ বিক্রি করে আসছিল। আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮টি বিভিন্ন ধরণের অনুমোদনহীন ও বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ পাওয়া গেছে। তাদের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় এবং ১০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, যৌন উত্তেজক ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করলে রক্তচাপের তারতম্য হয়ে মানুষ মারাও যেতে পারে। এগুলোর ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages