বাম দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, জোনায়েদ সাকি সহ ১৪জন আহত - Meghna News 24bd

সর্বশেষ


Monday, December 30, 2019

বাম দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, জোনায়েদ সাকি সহ ১৪জন আহত


নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকায় জোটের নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এ লাঠিচার্জ করে পুলিশ।   
জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন অ্যাখ্যা দিয়ে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিল বাম গণতান্ত্রিক জোট।
এ সময় মৎস্যভবন এলাকায় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় জোটের নেতাকর্মীদের লাঠিপেটা করে।
এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
জোনায়েদ সাকিসহ ঢামেক হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। 
জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুর ১টার দিকে বাম জোটের নেতারা যখন মিছিল নিয়ে মৎস্যভবনের দিকে আসেন, আমরা তাদের অনুরোধ করেছিলাম যেন ব্যারিকেড না ভাঙে। কিন্তু তাদের নেতাকর্মীরা কথা শোনেননি। তারা প্ল্যাকার্ডের সঙ্গে থাকা লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের ওপর হামলা করেন।
আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। পরে আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দু'জন। তখন আমরা তাদের সরিয়ে দিয়েছি।
এদিকে, পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে গণতান্ত্রিক বাম জোট। 
জোটের সমন্বয়ক কাফী রতন জানান, পুলিশের লাঠিচার্জে জোটের অন্যতম সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ ২৫-২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল  ইসলাম বলেন, চার-পাঁচ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আমরা ব্যবস্থা নেবো।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages