সাভার প্রতিনিধি:
১৫০ জন মাদ্রাসার এতিম শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের আড়াপাড়া এলাকার ওয়াসিল উদ্দিন আহমদনগর মাদ্রাসার এতিমদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, প্রতিবারের তুলনায় সারাদেশের ন্যায় সাভারেও এবার শীতের তীব্রতা বেশি। এই শীতে কোন এতিম শিশু যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এতিমদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তাছাড়া এই এতিমখানার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এই এতিমখানা ৪ তলায় রুপান্তরিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরেনর সহযোগিতা করা হবে। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য ২১ বান্ডিল টিন দেওয়ার ঘোষণা দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা