শেরপুর প্রতিনিধি: শীতের সকালে নিজ ঘরে রান্নাকাজে ব্যস্ত ছিলেন কাজলী খাতুন (৪০) নামে এক গৃহবধূ। সেখানেই ট্রাক চাপায় প্রাণ গেল ওই নারীর। বুধবার সকাল সাতটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী কাজলী খাতুনের ঘরে প্রবেশ করে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন।
শেরপুর থানা ওসি হুমায়ুন কবীর জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।