মরহুম মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Meghna News 24bd

সর্বশেষ


Monday, January 20, 2020

মরহুম মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


কুমিল্লা প্রতিনিধি: ১৯শে জানুয়ারী হরিপুর দক্ষিন পাড়া খেলার মাঠে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মরহুম শহীদুল হক সেলিম এর স্মৃতি স্মরনে বিগ বাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তেতৈয়ারা একাদশ এবং মনাগ্রাম একাদশের মধ্যেকার ফাইনাল খেলায় মোঃ বাবু’র উপস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরিফ সেলিম(ওপেল)-সত্ত্বাধিকারী আল-আকছা এন্টারপ্রাইজ, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক শ্রমিক পএিকার নির্বাহী সম্পাদক ও অনলাইন (নিউজ পোর্টাল)পএিকার সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক এম শাহীন আলম।
সম্মানিয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- আতিক সেলিম(রুবেল)-ম্যানেজিং ডিরেক্টর এফ,এন্ড,এফ এন্টারপ্রাইজ, মোঃ ছালেহ আহমেদ-বিশিষ্ট সমাজ সেবক- হরিপুর, কুমিল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন- মোঃ আবুল খায়ের মৈশান-বিশিষ্ট সমাজ সেবক- হরিপুর, কুমিল্লা, জনাব শাহাজান সর্দার(মেম্বার)-৪নং ওয়ার্ড, ৩নং গলিয়ারা ইউনিয়ন, জনাব আবু হাসনাত মিশু-প্রবাসী, হরিপুর, কুমিল্লা।
জনাব আমজাদ হোসেন(মেম্বার) ৪নং ওয়ার্ড, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন, জনাব আরমান হোসেন-বিশিষ্ট ব্যবসায়ী, চকবাজার, কুমিল্লা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব নবী উল্লা কাইয়ুম(মেম্বার) ৫নং ওয়ার্ড, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ, কুমিল্লা। এছাড়াও বিপুল পরিমাণ দর্শকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages