কেন কাদঁলেন সালমান? - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, January 1, 2020

কেন কাদঁলেন সালমান?


ডেস্ক নিউজ : ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের প্রত্যেকটি সিজন শুরু হওয়ার পরই তিনি বলতে শুরু করেন এই শোয়ের সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না। এই কথা বলতে বলতে ইতোমধ্যে কেটে গেছে ১০টি বছর। এক দশকের সেই পথচলাই এবার চোখে জল এনে দিল সালমান খানের। 
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি বিগ বসের হাউজে হাজির হন সলমন খান। সেখানেই বিগ বসের ঘরের সঙ্গে ১০ বছরের সম্পর্কের একটি ভিডিও দেখানো হয় সালমান খানকে। যা দেখে কেঁদে ফেলেন বলিউড সুপারস্টার। আসলে ১০ বছর কীভাবে বসের ঘরে কাটিয়ে ফেললেন সালমান খান, সেই পথচলার ভিডিও দেখেই চোখে জল এসে যায় তার।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages