আমাদের কোন ধর্ম নেই : শাহরুখ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, January 27, 2020

আমাদের কোন ধর্ম নেই : শাহরুখ







 অনলাইন ডেস্ক : ৭১তম প্রজাতন্ত্র দিবস নিয়ে বেশ ধুমধাম চলছে গোটা ভারতে। সাধারণ জনগণের পাশাপাশি শুভেচ্ছা ও দেশাত্মবোধক মেলেজে ভরে গেছে তারকাদের ইনবক্সও। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি ভিডিও বার্তা। ধর্ম নিয়ে তিনি কী মনে করেন, তার পরিবারের কে কোন ধর্ম পালন করেন- কিং খান সেসবই তুলে ধরেছেন সেখানে।
টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমি হিন্দু-মুসলমানের কথা বলিনি। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান এবং আমার সন্তানরা ভারতীয়। স্কুলে ভর্তির সময় ফর্ম ফিলআপ করতে গিয়ে ধর্ম কী তা লিখতে হয়েছিল। আমার মেয়ে তখন ছোট। ও জিজ্ঞেস করেছিল, পাপা আমাদের ধর্ম কী? আমি বলেছিলাম ভারতীয়। আমাদের কোনো ধর্ম নেই। থাকা উচিতও নয়।’
মুসলমান হলেও শাহরুখ খান যে বিশেষ কোনো ধর্ম মানেন না, তার উদাহরণ বিভিন্ন সময়েই পাওয়া গেছে। তার বাংলো মান্নাতে ঈদের পাশাপাশি, দিওয়ালি-গণেশ পুজো-ক্রিসমাসের মতো নানা ধর্মের অনুষ্ঠান পালিত হয়। কিং খানের বক্তব্য, ‘জন্মসূত্রে আমি মুসলমান। তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো ধার্মিক নই। আমি মনে করি, ইসলাম অসাধারণ একটা ধর্ম। এর নিয়ম খুবই সুন্দর।’
কাজের ক্ষেত্রে শাহরুখ খানকে শেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছবিতে। ছবিটির পরিচালক আনন্দ এল রাই। সেখানে বলিউড বাদশাহর নায়িকা ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। নির্মাণ ব্যয়ের টাকাও ওঠেনি। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি শাহরুখকে। নতুন কোনো ছবির ঘোষণাও দেননি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages