থানায় নির্যাতনে মৃত্যুর অভিযোগে ওসি বিরুদ্ধে মামলা - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, January 16, 2020

থানায় নির্যাতনে মৃত্যুর অভিযোগে ওসি বিরুদ্ধে মামলা


অনলাইন ডেস্ক: আটকের পর থানায় নির্যাতন করে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বাদী হয়ে এ মামলার করেন নিহতের স্ত্রী মোছা. আলো বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও বৃহস্পতিবার পর্যন্ত আদেশ হয়নি। মামলার অপর আসামিরা হলেন- একই থানার এসআই মো. মিজানুর রহমান, এএসআই নামজুল ও মো. সোহাগ।
জানা গেছে, আলমগীর প্রাইভেটকার চালাতেন। গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কালিবাড়ি এলাকায়। রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়াতে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকতেন তিনি।
গত ১৬ ডিসেম্বর রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আলমগীরকে থানায় বেধড়ক নির্যাতন করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ ডিসেম্বর বিকেলে তিনি মারা যান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages