বরগুনায় বাস চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, January 25, 2020

বরগুনায় বাস চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত


বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে শনিবার বেলা ১১টার দিকে বাস চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩২), তার ছেলে হাসিব (১২) এবং নুপুরের বড় বোনের মেয়ে লামিয়া (১৪)।
আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসা দিতে জন্য বরিশালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা ওসি মো. আবুল বাশার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages