নিজ বাবার হাতে ধর্ষণের শিকার চাকমা তরুণী - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, January 15, 2020

নিজ বাবার হাতে ধর্ষণের শিকার চাকমা তরুণী

 রাঙ্গামাটি প্রতিনিধি:  রাঙ্গামাটি দুর্গম বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের মিজোরাম সীমান্তবর্তী এলাকায় উদোলছড়ির গ্রামের কালাধন চাকমা (৩৫) পিতা: শান্তি মোহন চাকমা। তার আপন মেয়েকে জোর পুর্বক ধর্ষণ করেছে বলে স্হানীয় তথ্য সুত্রে জানা গেছে। কালাধন চাকমা মেয়েকে ধর্ষণ করার পর থেকে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। কালাধন চাকমার ন্ত্রী শান্তি রানি চাকমা বলেন, প্রায় এক বছর ধরে তাদের অনৈতিক কাজ চলছে বলে জানায়। এই সম্পর্কের ব্যাবপারে স্হানীয় কার্বারী ও গ্রাম আদালতে বিচার হলে বারবার কালাধন চাকমাকে সর্তক বার্তা দেওয়া হয়। কিন্তু সে শুনেনি।
গত ১৩ জানুয়ারি কালাধন চাকমার ন্ত্রী শান্তি রানি চাকমা নিউ টাংটাং বেড়াতে যায় সেই সুযোগে কালাধন চাকমা একা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করার পর বর্তমানে পলাতক অবস্হায় রয়েছে।
এই নরপশু কালাধন চাকমাকে দেখার সাথে সাথে পুলিশের হাতে তুলে দিন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages