ভুয়া সংসদ সদস্য গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, January 22, 2020

ভুয়া সংসদ সদস্য গ্রেফতার


অনলাইন ডেস্ক : চিকিৎসক বা কবিরাজ সেজে প্রতারণার ঘটনা ঘটেছে অনেক।কখনও বা পুলিশ, র‌্যাব, ডিবি বা সাংবাদিক পরিচয়েও প্রতারণার ফাঁদ পেতে সাধারণের সর্বনাশ করতে দেখা গেছে।
ভুয়া ডাক্তার, ভুয়া র‌্যাবের পর এবার ভুয়া সংসদ সদস্য (এমপি) পাওয়া গেল। নিজেকে এমপি বলে পরিচয়ে প্রতারণার চেষ্টা করেছেন জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তি।সোমবার রাজশাহীর পুঠিয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। একই দিনে ওই ভুয়া এমপিকে গ্রেফতার করেছে পবা হাইওয়ে পুলিশ।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (শিবপুরহাট) ইনচার্জ ও উপপরিদর্শক কাজল কুমার নন্দী বলেন, ‘মোবাইল ফোনে হাইওয়ে পুলিশ সুপারকে (বগুড়া) গ্রেফতার জাহাঙ্গীর বলেন, আমি পুঠিয়া-দুর্গাপুরের এমপি মনসুর রহমান বলছি। শিবপুরহাট ফাঁড়িতে আটক করা অবৈধ যানবাহন ছেড়ে দিন। এ ঘটনায় পুলিশ সুপারের সন্দেহ হয়। বিষয়টি আমাকে জানায় তারা। আমিতথ্য সংগ্রহ করে জানতে পারি, যে নম্বর থেকে ফোন করা হয়েছে সেটি এমপি মনসুর রহমানের নয়। এরপর সোমবার দুপুরে প্রতারক জাহাঙ্গীরকে কৌশলে ফোনের মাধ্যমে দেখা করতে বলি। তাকে বলা হয়, ফাঁড়ি থেকে যেন গাড়িটি নিয়ে যায়। প্রতারক জাহাঙ্গীর আলম ফাঁড়িতে এলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।’
জাহাঙ্গীর আলম পুঠিয়া উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামে বাসিন্দা বলে জানান তিনি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages