আশুলিয়া প্রতিনিধি: ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা, শ্রমজীবি মেহনতি মানুষের রাষ্ট্র সমাজ গড়ে তোলা, তৈরী পোষাক কারখানার শ্রমিকদের ন্যায্য মজুরী ও অধিকার প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাভার ও আশুলিয়া আঞ্চলিক কমিটির আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ই জানুয়ারী) বিকেলে আশুলিয়ার শ্রীপুর বাস স্টানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।
আরো উপস্থিত ছিলেন, সিপিবি-র কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মিন্টু , বাসদের সাভার উপজেলা কমিটির আহবায়ক সৌমিত্র কুমার দাস, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা । এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা রফিকুল ইসলাম ,খোরশেদ ,কামরুল ইসলাম ও আরিফুল ইসলাম ।
এসময় বক্তাগণ শ্রমিকদের নূন্যতম মজুরী ১৬হাজার টাকার দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান । এবং গত ৩০শে ডিসেম্বর ঢাকায় বাম দলের শান্তি পূর্ণ অন্দোলনে পুলিশের নেক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের গ্রেফতারের আহবাণ জানান।