আমাদের মা-এর মুক্তির আন্দোলন আমরা শুরু করেছি : ইশরাক - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 10, 2020

আমাদের মা-এর মুক্তির আন্দোলন আমরা শুরু করেছি : ইশরাক

অনলাইন ডেস্ক :  আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অভিবক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় ইশরাক হোসেনকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রচারের প্রথম দিনে আমরা বিএনপির পক্ষ থেকে মেয়র পদে যাকে মনোনয়ন দিয়েছি বীর মুক্তিযোদ্ধাসাবেক মেয়রসাবেক মন্ত্রী সাদেক হোসেনের বড় ছেলে তরুণ নেতা ইশরাক হোসেনকে। ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
ইশরাককে মনোনয়ন দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিব বলেনগণতন্ত্রের মুক্তির জন্যখালেদা জিয়ার মুক্তির জন্যে একটি আন্দোলন হিসেবে 
এই নির্বাচনকে আমরা গ্রহণ করেছি। ইশরাক হোসেনকে সামনে নিয়ে আমরা সেই আন্দোলন শুরু করলাম। আজ থেকে নতুন আমাদের নতুন আন্দোলন শুরু হলো। এই আন্দোলন গণতন্ত্র মুক্ত করবার আন্দোলনজনগণকে মুক্ত করবার আন্দোলন। খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলন। এই আন্দোলনে আমাদের মার্কা ধানের শীষ।
এসময় দেশবাসীর কাছে দোয়া চেয়ে ইশরাক হোসেন বলেনআমি ধানের শীষের প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী। আপনারা আমার জন্যে দোয়া করবেন। আমরা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছি,খালেদা জিয়াআমাদের মা-এর মুক্তির আন্দোলন আমরা শুরু করেছি। গণতন্ত্র মুক্তির আন্দোলন শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।
পরে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা বায়তুল মোকাররম থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে যায়। এ সময় তারা লিফলেট বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনমির্জা আব্বাসইকবাল হাসান মাহমুদ টুকুচেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদসাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনইমরান সালেহ প্রিন্সসহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদশহীদুল ইসলাম বাবুলসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে সকাল ১০টায় দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর ইশরাক হোসেন জুরাইনে তার পিতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages