সাভার(ঢাকা)সংবাদদাতা :
আশুলিয়ার শিমুলিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, রাস্তাঘাট,ব্রিজ কালভার্ট, স্কুল উন্নয়ন ও আইন শৃংঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোম(১৩ই জানুয়ারী) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে সাভার উপজেলা পরিষদের আয়োজনে, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আ.লীগের সাধাঃ সম্পাদক মঞ্জরুল আলম রাজিব। এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া এসি ল্যান্ড তাজওয়ার ইবনে সাকাপি, সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদত হোসেন খান, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ।
এছাড়াও উপজেলা প্রধান প্রকৌশলি, শিক্ষা কর্মকর্তা রাজনীতিবিদ শিক্ষাবিদ সাংস্কৃতিককর্মী, ইউপি সদস্য ও গণমাধ্যামকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ শিমুলিয়া ইউনিয়নের নানা সমস্যার সমাধানে তাদের মতামত ব্যক্ত করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।