সাভার প্রতিনিধি: সাভার সদর ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১জানুয়ারী) দুপুরে সাভারের কলমা এলাকায় অত্র ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএম (বার)-পিপিএম (বার), সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী সাভার ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ৬০ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ইউপি কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করেন।