অনলাইন ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। এ কারণেই বাংলাদেশকে নিয়ে এখন বিদেশের নেতারা প্রশংসা করেন।
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন মুজিববর্ষ উদযাপনের প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আওয়ামী
লীগ নেতা জিএম মীর হোসেন, চেয়ারম্যান মাহফুজ আলম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী।
সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, চৌদ্দগ্রামে বিগত সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি। ১৯৯৬ সালে আমি প্রথম নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন কাজ করি। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে কোন উন্নয়ন করেনি। মামলা ও হামলায়
আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন অত্যাচারিত। আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটসহ প্রধান সমস্যা সমাধান করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে মুজিব বর্ষ উদযাপনের প্রধান সমন্বয় কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। ছেলেমেয়েদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে সহযোগিতা করতে হবে। সকলে মিলে বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে জন্মশত বর্ষ পালন করতে হবে।