অনলাইন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি।
সকাল ৯ টায় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব।
প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সভাপতিমন্ডলীর সদস্য হন নানক।