আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা বাড়ী ঘিরে রেখেছে পুলিশ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, January 13, 2020

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা বাড়ী ঘিরে রেখেছে পুলিশ


আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন। সন্দেহ করা হচ্ছে বাড়িটিতে বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন এই দুই তলা বাড়ি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক বাড়িটির ভেতরে প্রবেশ করতে দেয়নি বাড়িটি ঘিরে রাখা পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages