নিউজ ডেস্ক: সোমবার (২০শে জানুয়ারী) সন্ধায় রাজধানীর পরীবাগে মোটরবাইকে করে মিন্টো রোডের ডিবি অফিসে থেকে কর্মস্থলে ফেরার পথে এক পুলিশ সদস্যের মারধরের শিকার হয়েছেন বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন। সংগঠনটি অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
সোমবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন(বিডিএসএফ) এই ঘটনার নিন্দা জানিয়েছে, এ সময় সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা বিবৃতিতে বলেন, সাংবাদিক জাহাঙ্গীর ও সাজ্জাদের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণ এবং মেরে ফেলার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা অনতিবিলম্বে জড়িত ওই পুলিশ সদস্যকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।