আশুলিয়ায় 'জঙ্গি আস্তানা' থেকে পেট্রোল বোমা ও খেলনা পিস্তলসহ ১ নারী গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Monday, January 13, 2020

আশুলিয়ায় 'জঙ্গি আস্তানা' থেকে পেট্রোল বোমা ও খেলনা পিস্তলসহ ১ নারী গ্রেপ্তার


সাভার প্রতিনিধি: আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর এলাকায় তিন ঘণ্টার অভিযান শেষে নব্য জেএমবির এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক সরঞ্জামাদি সহ আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু(বামে)

 তার নাম শায়লা শারমিন সে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের ছাত্র তানভিরের স্ত্রী। এ ঘটনায় পলাতক রয়েছেন তানভীর । তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 সোমবার (১৩ জানুওয়ারী) রাত ৯টার দিকে ঘটনাস্থলে শ্বাসরুদ্ধকর এই অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

এ সময় পুলিশ সুপার  বলেন, ‘ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা, ছুরি, স্ক্রু ডাইভার, খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়া দূর থেকে স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানার জন্য কিছু অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’ তাদের নাশকতার কোনও পরিকল্পনা ছিল কিনা সে বিষয়টি তদন্তের পর বলা যাবে বলে তিনি জানান, জঙ্গী আস্তানা সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালনা করে পুলিশ।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages