২৭ বছর পর গ্রেপ্তার হলো অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী - Meghna News 24bd

সর্বশেষ


Monday, January 20, 2020

২৭ বছর পর গ্রেপ্তার হলো অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী

অনলাইন ডেস্ক: ২৭ বছর ধরে তিনি পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। অবশেষে এখন পুলিশের খাঁচায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আবদুল ওয়াদুদ (৫২)।
টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ রোববার সন্ধ্যায় ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা-পুলিশ আবদুল ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মির্জাপুর থানায় করা মামলায় পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। টাঙ্গাইল কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি পলাতক হন। পলাতক অবস্থায় তাঁর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। কিন্তু দণ্ডিত হওয়ার পরও তিনি আদালতে হাজিরা দেননি, পলাতক ছিলেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, পলাতক অবস্থায় ওয়াদুদ যশোরে দ্বিতীয় বিয়ে করেন। এরপর ঢাকার অদূরে সাভারে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সেখানে তিনি জমি কেনা-বেচা করতেন। রোববার জমির ক্রেতা সেজে তিনি ওয়াদুদের মুঠোফোনে কল করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াদুদের প্রথম স্ত্রী তাঁর এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে টাঙ্গাইলের বাড়িতে থাকেন। আর দ্বিতীয় স্ত্রীর ঘরে এক মেয়ে আছে। আজ সোমবার দুপুরে তাঁকে টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages