জেনেনিন ধর্ষণ থেকে বাচাঁর কিছু কৌশল - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, January 14, 2020

জেনেনিন ধর্ষণ থেকে বাচাঁর কিছু কৌশল


ডেস্ক নিউজ: দেশে ক্রমান্নয়ে বেড়ে চলা ধর্ষণ থেকে বাচঁতে জেনে নিন কৌশল গুলো।
আপনি যখন ধর্ষনের শিকার হতে যাচ্ছেন তখন
ধর্ষক কে উজার করে দিবেন
৩ টি স্থান।
১. অন্তকোষ
২. চোখ
৩. গলা (কানের নিচে গলা বরাবর)


ধর্ষণের মূহুর্তে নিজেকে রক্ষা করার কিছু কৌশলঃ
(১). ভীত হয়ে প্রথমেই গা ছেড়ে না দিয়ে যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখুন।
(২). ধাক্কা, থাপ্পড়, আঁচড় না দিয়ে... পারলে নাক বরাবর ঘুষি দিন। হাত মুষ্ঠি ঘুষি নয়, আঙ্গুল প্যারালাল রেখে লম্বালম্বি ঘুষি। এতে সে বেশ কিছুক্ষণের জন্য ব্যালেন্স হারাবে।
(৩). যতটা সম্ভব পুরো সময়টা চিৎকার করুন।
(৪). জোরে তালি দেওয়ার মতো করে দুই হাত দিয়ে একই সাথে তার দুইকানে জোরে থাপ্পড় দিন। এতে সে পুরো ব্যালেন্স হারাবে।
 (৫).যখন সে আপনার দুই হাতের উপর হাত রেখে মুখের কাছে মুখ নিয়ে আসবে, তখন কপাল দিয়ে তার মুখে জোরে আঘাত দিন৷ এতে তার দাঁত দিয়েই তার ঠোট ও জিহবা কেটে যাবে।
(৬). কাপড়ে সেফটি পিন থাকলে ঠান্ডা মাথায় সেগুলো গলায় ঢুকিয়ে দিন। অজ্ঞান হয়ে যাবে।
(৭). ধর্ষক যখন উভয়ের কাপড় অপসারণ করবে সুযোগ বুঝে তার অন্ডকোষ বরাবর আপনার হাঁটু দিয়ে কিক করুন। এতে সে লুটিয়ে পড়বে।
(৮). চুলে চিকন ক্লিপ থাকলে সেগুলো একটু কৌশলে গলায় অথবা কানের গোড়ায় ঢুকিয়ে দিন। এতে অজ্ঞান হয়ে যাবে।
(৯). আপনার হাত বেঁধে ফেলার আগেই শেষ অস্ত্র আপনার হাত৷ দুই হাতের তর্জনী আঙুল ধর্ষকের দুই চোখের গোড়ায় সোজাসুজি প্রেসার দিয়ে ঢুকিয়ে চোখ নষ্ট করে দিন৷।
মনে রাখবেন অন্তত আপনার সম্মানের কাছে পৃথিবীর সব খারাপ, অপ-শক্তি কিছুই না।।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages