নিউজ ডেস্ক : খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক পান করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার বড় ভাই বিশ্বজিৎ চন্দ্র চন্দ। নিহত অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।
এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়া পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেয়া হয়।