সিলেটে ভারতীয় কিডস চকলেটের চালানসহ আটক ২ - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, January 25, 2020

সিলেটে ভারতীয় কিডস চকলেটের চালানসহ আটক ২


সিলেট প্রতিনিধি: সিলেটের শাহ্পরাণ থানা এলাকা থেকে অবৈধ ভারতীয় চকলেটের চালানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃতরা হচ্ছে-জৈন্তাপুর উপজেলার নোয়ামাটি গ্রামের আব্দুল মান্নানের পুত্র আলামিন (১৯) এবং একই উপজেলার গাডোরছুটি গ্রামের মো: ইলিয়াস মিয়ার পুত্র ফারজুল (১৮)।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান এবং এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসএমপির শাহপরাণ থানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাহপরাণ থানাধীন নূরপুর সুরমা গেইট বাইপাস এর সিএনজি ষ্ট্যান্ডের সামনে থেকে ৩৫ হাজার ৩১৬ পিস ভারভীয় কিটক্যাট চকলেটসহ তাদের আটক করা হয়। এ সময় তাদেরকে বহনকারী মিনি পিকআপও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages