কুমিল্লা প্রতিনিধি: চলে গেলেন না ফেরার দেশে বিএনপি নেতা মোঃ জাকির হোসেন সরকার।তিনি কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর সরকার বাড়ীর মরহুম আলী সরকারের ছেলে।
১ জানুয়ারি ২০২০ইং রাত ১ টা ৩০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল তিনি।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন । মরহুমের জানাজার নামাজ বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
কোন পদপদবী না থাকলেও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন পিএস -২ আঃ মতিন খান ও তিতাস উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি ভূইয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।