সাংবাদিক শিমুলের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের প্রতিবাদ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, January 19, 2020

সাংবাদিক শিমুলের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি বাংলানি‌উজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুলের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন (বিডিএসএফ)। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে  আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রান।
 এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের  প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে খিলগাঁও বিশ্বরোড এলাকার পুলিশ ফাঁড়ির কাছে হামলার শিকার হয়েছেন সাংবাদিক শিমুল। জানাগেছে, ওই রাতে কালো একটি মাইক্রোবাসে বন্ধুদের সঙ্গে খিলগাঁওয়ের দিকে যাচ্ছিলেন শিমুল। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এনিয়ে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় শিমুল মাইক্রোবাস থেকে নেমে এলে প্রাইভেটকার চালকসহ বেশ কয়েকজন যুবক রড নিয়ে শিমুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিমুল অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে আছেন শিমুল। দুর্বৃত্তদের হামলায় শিমুলের কিডনি ক্ষতিগ্রস্ত ও শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্ত হন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages