ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা ও অপপ্রচার, বয়াতি গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, January 11, 2020

ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা ও অপপ্রচার, বয়াতি গ্রেপ্তার

               
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে মহানবী (সা.), মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে বাউলশিল্পী শরিয়ত বয়াতী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বয়াতি শরিয়ত সরকার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বয়াতি শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই উপজেলার রৌহাট্রেক পীর হযরত হেলাল শাহ'র দশম বাৎসরিক মিলনমেলায় পালাগানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এ সময় তিনি বলেন, গান-বাজনা হারাম কোরআনে কোথাও লেখা নেই। এ ছাড়া দাউদ (আ.) নবী কোনো নবী না, তিনি বয়াতি ছিলেন। রাসুল (সা.) গান না শুনে ঘুমাইতেন না। তিনি আরো বলেন, নবীজি আবু মুসা আশয়ারী (র.) কে ২৩ রকমের গানের বাদ্যযন্ত্র হাদিয়া প্রদান করিয়াছেন। ওই সব বাদ্যযন্ত্র দাউদ নবীর ছিল। এ ছাড়া মসজিদের ইমাম ও ইসলাম ধর্ম নিয়ে ভুল ব্যাখা দিয়ে বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, যারা নামাজ পড়ে সেজদা দিয়া কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা বের হয়। তার এসব বক্তব্য পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়। গত ৯ জানুয়ারি উপজেলার আগধল্যা গ্রামের শওকত আলীর ছেলে মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। এ ছাড়া শরিয়ত বয়াতীকে গ্রেপ্তারের দাবিতে ধল্যা এলাকার লোকজন ৫ ও ৭ তারিখ ধল্যা বাজারে মানববন্ধন ও সমাবেশ করে।
মির্জাপুর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান শনিবার সকালে শরিয়ত বয়াতীকে গ্রেপ্তারের পর বিকেলে ১০ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান বলেন, শরিয়ত বয়াতীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে তিনি জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages