অনলাইন ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুরহস্য নিয়ে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করলো পরিবার। এর আগে পরিবারের পক্ষ থেকে একাধিক তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে তারা আদালতে গিয়েছিলেন। সর্বশেষ পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন-পিবিআই আলোচিত এ মামলাটির তদন্ত রিপোর্ট দিয়েছে। গতকাল দুপুরে সিলেটে থাকা সালমান শাহের মামা আলমগীর কুমকুম ওই রিপোর্টও প্রত্যাখ্যান করলেন। এবং তিনি জানিয়েছেন- এই প্রতিবেদন চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যাবেন। সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় হচ্ছে সালমান শাহের মামার বাড়ি। সেখানেই তার জন্ম ও বেড়ে উঠা। এখনো সিলেটের মানুষ দাড়িয়াপাড়ার বাড়িটিকে সালমান শাহের বাড়ি বলে চিনেন।
গতকাল দুপুরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন ঘোষণার সময় নিজ বাসাতেই ছিলেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। তিনি তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আলমগীর কুমকুম প্রথমেই প্রশ্ন তুলেন আলোচিত এ মামলার রাজসাক্ষী রাবেয়া সুলতানা রুবিকে নিয়ে। তিনি জানান- রুবি হচ্ছে প্রয়াত সালমান শাহের মামি শাশুড়ি। তিনি আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেছিলেন। আর এই বক্তব্য গোটা দেশজুড়ে তোলপাড় দেখা দেয়। তিনি প্রশ্ন রেখে বলেন- ‘রাজসাক্ষী সুলতানা রুবি পর্যন্ত পিবিআই পৌঁছতে পারলো না কেনো। কেনো রুবির বক্তব্য নেয়া হয়নি।’ আলমগীর কুমকুম জানান- তদন্ত প্রতিবেদন চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যাবেন এবং যতদিন বেঁচে থাকবেন সালমান ভক্তদের নিয়ে আন্দোলন করে যাবেন। কুমকুম পিবিআইর তদন্তে আলামত বিশ্লেষণ না করা প্রশ্ন তোলেন। বলেন- ‘ঘটনার বিশ্লেষণ অনেক কিছুরই ইঙ্গিত করে।’ আলমগীর কুমকুম আরো বলেন- ‘পৃথিবীতে একমাত্র সালমান শাহ’ই এমন একজন তারকা, যার জন্য ৪৬ জন ভক্ত আত্মাহুতি দিয়েছেন। এর বিচারও হওয়া দরকার।’ তিনি বলেন, ‘সামিরাকে সালমান ডিভোর্স করার সিদ্ধান্ত নেয়ার এক রাতের মধ্যেই তাকে সরিয়ে দেয়া হয়।’