পাকিস্তানে পুলিশের ওপর অতর্কিত হামলায় নিহত ৫ - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Thursday, February 20, 2020

demo-image

পাকিস্তানে পুলিশের ওপর অতর্কিত হামলায় নিহত ৫

pak
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে পাঁচ নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। ঘটনা উদঘাটনে তদন্ত কাজ শুরু করেছে প্রশাসন। পাকস্তান ভিত্তিক গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে এ খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের তুরবাত এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলায় আরও তিন নিরাপত্তাকর্মী আহত হন। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে ৩ জঙ্গি নিহত হয়।
এ ঘটনার একদিন আগে কুলাচি তেসিল এলাকায় পুলিশ যানবহনের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ নিহত ও দুইজন আহত হন।
জেলা পুলিশ কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ জানিয়েছেন, পুলিশ বহনকারী ওই যানবানটি পোলিও কর্মীদের নিরাপত্তার দায়িত্বে ছিল।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ঘটনায় হেড কনস্টেবল বিয়াজ নিহত ও অপর হেড কনস্টেবল শাকিল এবং গাড়িটির চালক আতাউল্লাহ আহত হন।

Post Bottom Ad

Pages

undefined